৩০+ শিক্ষামূলক উক্তি: ছাত্রছাত্রীদের জন্য প্রেরণামূলক উক্তি ও বাণী
শিক্ষামূলক উক্তি আমাদের সকলের তথা সমগ্র ছাত্রছাত্রীদের জীবনের সাফল্যের পথ কে আরও এক ধাপ এগিয়ে দেয়। এই উক্তি গুলি মনে যেমন অনুপ্রেরণা যোগায় তেমনি মানবিক মূল্যবোধ বুঝতে সাহায্য করে। শিক্ষার অগ্রগতির জন্য আমাদের দেওয়া এই ৩০ টি বাছাই করা উক্তি গুলি পড়তে পারেন।
শিক্ষামূলক উক্তি
১) সাফল্য দেরীতে এলে চিন্তা করার কোনো কারণ নেই, কারণ সাফল্য ঠিকই আসবে, যদি তুমি যথাযথ পরিশ্রম করো।
২) সফল হতে গেলে বেশি কথা বলা উচিত নয়, নিজের লক্ষ্যে পৌঁছানোর জন্য কাজ শুরু করে দেওয়া।
৩) সহজে জেতার আনন্দ নেই, ভালো কাজে যত বাঁধা আসবে, ততই সাফল্যের আনন্দ। তাই বাঁধা পেলে ভেঙে নয়, উঠে দাঁড়াতে হবে।
৪) ভালো কাজে অনেক বাঁধা আসবে, তাই থেমে যেওনা। থেমে না গিয়ে আবার উঠে দাঁড়াতে হবে। যেখান থেকে বাঁধার সৃষ্টি হবে, সেখান থেকেই আবার শুরু করতে হবে।
৫) ঘুরে দাঁড়ানোর জন্য আঘাত পাওয়া খুবই প্রয়োজন। আঘাত না পেলে ঘুরে দাঁড়ানো যায়না।
৬) সাফল্যের শীর্ষে পৌছানোর জন্য মনের জোরের একান্ত প্রয়োজন। মনের জোর না থাকলে সাফল্যে পৌঁছানো যায়না।
৭) ঘুম থেকে উঠে একটাই কথা বলুন, ‘ আমি আজকে গত দিনের তুলনায় ভালো কাজ করব’।
৮) অতিরিক্ত জেদ ভয়ংকর বিপদের কারণ।
৯) জেদ খারাপ জিনিস, আবার কখনো কখনো এই জেদ আত্মবিশ্বাসের কারণ।
১০) ভালো লক্ষ্যে পৌঁছাতে গেলে জেদ থাকা অবশ্যই দরকার।
১১) শক্তিশালী তাকেই বলে, যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণে রাখে।
১২) এই পৃথিবীতে কোনো কিছুই স্থায়ী নয়, আমাদের সমস্যা গুলোও স্থায়ী নয়।
১৩) অন্যের ভুলের ক্ষমা করলেও, নিজের ভুলের কখনো ক্ষমা করিও না।
১৪) যারা সময়কে সঠিক কাজে লাগায়, তারাই জীবনে সফল হতে পারে।
১৫) আশাহীন এবং ভয়হীন মানুষের ভবিষ্যৎ অন্ধকার।
১৬) অনুকরণ না করে অনুসরণ করো।
১৭) যারা জ্ঞানী হয়, তারা কখনো সুখ খোঁজে না।
১৮) কিছু হারিয়ে গেলে কখনো ভেঙে পড়ো না, যা হারিয়ে গেছে, একদিন ঠিক সেটা আপনার কাছে অন্যভাবে ফিরে আসবে।
১৯) যে যত ভ্রমণ করবে, তার জ্ঞান তত হবে।
২০) জীবনের প্রত্যেকটা সিঁড়িতে পা দেওয়া উচিত, যদি সব সিঁড়ি অতিক্রম না করে ডিঙিয়ে যাও তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি।
২১) অপেক্ষার ফল সবসময় মিষ্টি হয়। আর তাই যারা ধৈর্য্য ধরে তারা সবকিছু পায়, যারা তাড়াহুড়ো করে তারা সবকিছু হারায়।
২২) মন থেকে যে অসুস্থ, সে সারাজীবনই অসুস্থ। তাই শরীরকে সুস্থ করার আগে মনকে সুস্থ করো।
২৩) ‘জন্মিলে মরিতে হবে, অমর কে কোথা কবে’। তাই মৃত্যু দরজায় কড়া নাড়লে, আতঙ্কিত হয়ে লাভ নেই, বা প্রিয়জনের মৃত্যুতে ভেঙে পড়াও ঠিক নয়।
২৪) অকারণে কান্নাকাটি করবেন না, অকারণে কাঁদলে, আপনার কাছের মানুষটিরও চোখে জল আসবে।
২৫) সবচেয়ে বড় ভুল বা বড় অন্যায় হল, ভুলকে ভুল বলে মেনে নিয়ে চুপ করে থাকা।
২৬) আপন যখন পর হয়, তাকে সম্পূর্ণ ত্যাগ করে দেওয়া উচিত।
২৭) যার শাসন করার মানুষ নেই, সেই পৃথিবীর সবচেয়ে বড়ো অভাগা।
২৮) জীবনে সাফল্য অর্জন করতে গেলে, আপনাকে প্রতি দিন কিছু না কিছু শিখতে হবে।
২৯) মনের সব স্বপ্ন সত্যি হতে পারে, যদি আপনারা সেই স্বপ্নকে অনুসরণ করে চলেন।
৩০ কাউকে হারানো সহজ, কিন্তু কারোর মন জয় করা কঠিন।
পরিশেষে
নিজের মধ্যে আত্মবিশ্বাস ও সৃজনশীলতা কে বাড়াতে এই শিক্ষামূলক উক্তি গুলি আপনার কাজে এসেছে আশা করবো আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।