ধাঁধা কী? (What Is Dhadha)
ধাঁধা (Riddles) একপ্রকার হেঁয়ালি জাতীয় খেলা। এই খেলায় মজার ছলে কবিতার ছলে প্রশ্ন দেওয়া থাকবে, যার উত্তর বুদ্ধি খাটিয়ে বের করতে হবে। এই ধাঁধা যদি কেউ নিয়মিত সলভ করে তাহলে তার জ্ঞান বৃদ্ধি আরও প্রখর হয়। ১৯ শতকে ইংল্যান্ডে প্রথম এই ধাঁধার উদ্ভব হয়। আবার অনেকে একে বলে, ‘A Short of Verbal Puzzle.’।
ধাঁধার প্রকারভেদ
ধাঁধার অনেক গুলো প্রকারভেদ আছে। ধাঁধা যে শুধুমাত্র বাচ্চাদের হয় বা বড়োদের হয় তা কিন্তু নয়, প্রত্যেকটা বয়সের জন্য আলাদা আলাদা ধাঁধা আছে। তাহলে দেখে নেওয়া যাক সেইসব ধাঁধা গুলো।
হাসির ধাঁধা (Funny Dhadha)
১) হাত নেই পা নেই বুক দিয়ে চলে
নিজেকে আড়াল করে কারো ছোঁয়া পেলে।
উ :- শামুক।
২) আমি নামতে পারি, কিন্তু উপরে উঠতে পারিনা। আমি কে?
উ :- বৃষ্টি।
৩) তিন অক্ষর নাম তার, বর্ষার দিনের প্রিয় খাবার।
প্রথম অক্ষর বাদ পড়লে হয়ে যায় মেয়েদের প্রিয় জিনিস।
উ :- খিচুড়ি।
৪) প্রশ্ন সকলের এক, কিন্তু উত্তর আলাদা।
তাহলে প্রশ্ন টা কী?
উ :- তোমার নাম কী?
৫) তিন অক্ষর নাম তার খেতে লাগে তিতা
মাঝের অক্ষর বাদ দিলে খাইতে লাগে মিঠা।
উ :- করলা
৬) সব কথার অর্থ সেইখানেই আছে।
প্রথম দুটো অক্ষর বাদ দিলে মাঠে পাবে।
উ :- অভিধান।
৭) তিন অক্ষরে নাম তার সবার ঘরেই অধিষ্ঠান
প্রথম অক্ষর বাদ দিলে খাদ্যবস্তু হয়। সে কে?
উ :- বিছানা।
৮) তিন অক্ষরে নাম তার সবার ঘরেই রয়।
মাঝের অক্ষর বাদ দিলে গানের শোভা পায়।
উ :- বিছানা।
|
হাসির ধাঁধা |
৯) জন্ম নিল ফর্সা হয়ে কাজ করতে গিয়ে কালো।
জলে ডুবে একগাদা মাছ খায় আমি কে তা বলো।
উ :- জাল।
১০) আমি এমন একজন ব্যান্ড কিন্তু আমি সঙ্গীতজ্ঞ নই। আমি কে?
উ:- রাবার ব্যান্ড।
১১) যৌবন কালে লম্বা, বৃদ্ধ হলে ছোটো আমি কে?
উ:- মোমবাতি।
১২) দিনের বেলা ঘুমিয়ে রয় রাতের বেলা জাগে। ঘর নেই বাড়ি নেই থাকে সে আকাশে।
উ:- চাঁদ।
১৩) তিন অক্ষরে নাম তার হয়ে যায় একটি দেশ। মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে বেশ।
উত্তর :- ভাত।
১৪) আমার ভিতর প্রবেশ করা সহজ কিন্তু বেড়ানো কঠিন। আমি কে?
উত্তর- ঝামেলা।
১৫) আমার ডানা আছে, আমি উড়তে পারি। কিন্তু আমি পাখি নই, আমি কে?
উ :- এরোপ্লেন।
১৬) মানুষ কখন নিজের গালে নিজেই চড় মাড়ে?
উ:- যখন গালে মশা বসে।
১৭) কোন জিনিস আমরা চিবোয় কিন্তু পেট ভরে না।
উ:- চুইংগাম।
|
সেরা মজার বাংলা ধাঁধা |
১৮) আমি একজন ব্যাংক আমার কাজ টাকা তোলা নয়, আমার কাজ চার্জ দেওয়া। আমি কে?
উ:- পাওয়ার ব্যাংক।
১৯) আমি জন্ম থেকেই বুড়ো। আমি কে?
উ:- বুড়ো আঙুল।
২০) কোন ব্যাংকে টাকা রাখা যায়না?
উ:- ব্ল্যাড ব্যাংক।
২১) কোন বরের গা দিয়ে দুর্গন্ধ বেরোয়?
উ:- গোবর।
২২) কোন সুখে সুখ নেই?
উ:- অসুখ।
২৩) আমি এমন একটি ফুল, আমাকে উলটে লিখলে হয়ে যায় পাখি?
উ:- জবা।
|
Bengali riddles with answers |
২৪) খুলে দিলে ঘর, বন্ধ করে দিলে লাঠি। আমি কে?
উ:- ছাতা।
২৫) অল্প দিলে স্বাদ হয়না, বেশি দিলে বিষ। আমি কে?
উ:- নুন।
২৬) আমার ভয়ে মানুষকে খাঁচায় বন্দি থাকতে হয়, আমি কে?
উ:- মশা।
২৭) বাবা কারেন্ট, মা বিজলি, ছেলে বিদ্যুৎ, মেয়ে মিটার, মেয়ের শাশুড়ি কে?
উ:- লোডশেডিং।
২৮) এক গাছে তিন তরকারি। আমি কে?
উ:- কলাগাছ।
২৯) এমন একটা নাম উল্টালেও এক, সোজা করলেও এক। আমি কে?
উ:- লিলি।
৩০) সে আমও নয়, জামও নয়। গাছেও ফলে না। কিন্তু তাকে সকলেই ডাকে ফল বলে। সে কে?
উ:- পরীক্ষার ফল।
৩১) শুতে গেলে দিতে হয়, না দিলে হবে ক্ষতি। আমি কে?
উ:- দরজার খিল।
৩২) ধরতে পারলে মেরে ফেলবেন, কিন্তু ধরতে না পারলে আপনার সাথেই জীবন কাটাবে। কে সে ?
উ:- উকুন।
৩৩) একবার বেড়ে গেলে আর কমেনা।
উ:- বয়স।
৩৪) তিন অক্ষরে জায়গার নাম, মাঝের অক্ষর বাদ দিলে খেতে লাগে বেশ।
উ:- আসাম।
৩৫) শেষ পাতে জবাব নেই, উৎসবে অনুষ্ঠানে সবেতেই তার আনাগোনা সে কে?
উ:- মিষ্টি।
৩৬) সবাই ছাড়লেও সে তোমাকে ছাড়বে না। সে কে?
উ:- ছায়া।
৩৭) এক গাছে অনেক ফলে, গায়ে থাকে কাটা। কাটতে গেলে হাতে লাগে তার আঠা।
উ:- কাঠাল।
৩৮) একটা মাথা তিনটে পা, সে চললে জুড়ায় প্রাণ। থামলে বেঁচে থাকা দায়। সে কে?
উ:- সিলিং ফ্যান।
৩৯) লাফানোর সময় বাঘ, বসার সময় কুকুর, ভাসার সময় হাঁস। সে কে?
উ:- ব্যাঙ
৪০) গায়ে জড়ালে শীত যায়, বনে থাকলে অনেক দাম হয়।
উ:- শাল।
৪১) উল্টে দিলে ধাতু।
সোজা থাকলে জননী। কে সে?
উ:- মাতা।
৪২) আমি এমন এক ধরনের তরকারি, যেখানে নুন ছাড়াই আমি হয়ে যায় সুস্বাদু।
উ:- নোনা ইলিশ।
|
মজার ধাঁধা উত্তর সহ ছবি |
৪৩) গ্রীষ্মকালীন এমন একটা খাবার, যা খেয়ে পেট ভরে না , কিন্তু কম হলে মন ভরে না। আরও চায় আরও চায়। সেই খাবারটি কী?
উ:- বাতাস।
৪৪) আমার দাঁত আছে, কিন্তু আমি খেতে পারিনা। আমি কে?
উ:- চিরুনি।
৪৫) এমন একটি জিনিস, যা পুরুষ লুকিয়ে রাখে, আর মহিলারা দেখিয়ে বেড়ায়।
উ:- পার্স বা মানিব্যাগ।
৪৬) কাটলে বাড়বে, সব শেষে জল পাবে। কে আমি?
উ:- পুকুর।
৪৭) আমি এমন একটা জিনিস আমার কাছে থাকাও যায়, আবার মাপাও যায়। আমি কে?
উ:- গ্রাম।
৪৮) জলের মাঝে জন্ম তার দুই অক্ষরের প্রাণী। শেষের অক্ষর বাদ দিলে হয়ে যায় জননী।
উ:- মাছ।
৪৯) তিন অক্ষরে নাম তার জলে বাস করে মাঝের অক্ষর বাদ দিলে নারী গলায় পড়ে।
উ:- হাঙ্গর।
৫০) আমার দেহের গঠন অর্ধ চাঁদের মতো। গাছপালা কেটে চলি সর্বক্ষণ। আমি কে?
উ:- কাস্তে।
৫১) একটি ছোটো ঘরে, অনেক মাথা ধরে।
উ:- দিয়াশলাই।
৫২) একটা গাছে পাঁচটা ফল ধরে।
উ:- হাত।
|
Romantic Dhadha in Bengali |
৫৩) যা দেবে তাই খাবে, কিন্তু জল খেলে মারা যাবে। সে কে?
উ:- আগুন।
৫৪) ছেলেরা হাঁপিয়ে যায়। মেয়েরা আরও করতে চায়।
উ:- শপিং।
৫৫) দুজন যমজ ভাই। আসে আর যায়। একবার গিয়ে ফিরতে না পারলে চলে যায় মানুষের প্রাণ।
উ:- শ্বাস প্রশ্বাস।
৫৬) দিন যায়, মাস যায়, চলে যায় বছর। দিন রাত চলি ফিরি, নেই মোর অবসর। আমি কে?
উ:- ঘড়ি।
৫৭) কোন জিনিস কাটলে ভাগ হয়না?
উ:- জল।
|
ধাঁধা |
৫৮) এমন একটি প্রাণী, যে গান শোনালেই মারা যায়?
উ:- মশা।
৫৯) এমন একটি জিনিস যা এক জায়গায় বসে থাকে, কিন্তু তার কাছে থাকে সব খবর। কে সে?
উ:- টিভি।
৬০) মানুষ কখন হাতের উপর পা তুলে খায়?
উ:- যখন লেগপিস খায়।
৬১) কোন জিনিসটা জলের উপর পড়লে ভেজে না?
উ:- ছায়া।
৬২) কী করলে বৌদি বৌ হয়ে যায়?
উ:- বৌদি থেকে যখন দি বাদ দেওয়া হয়।
৬৩) কোন বাড়িতে থাকা যায়না?
উ:- যমের বাড়ি।
৬৪) কী এমন জিনিস যা সকলে খেলে ঠিক আছে, কিন্তু যুবক যুবতী খেলে লজ্জায় মরে যায়?
উ:- আছাড়।
৬৫) এমন একটি জিনিস যা সকলের আছে, সকলেই বদলাতে চায়, কিন্তু পারেনা। সেটা কী?
উ:- ভাগ্য।
৬৬) একথালা সুপারি কিন্তু গুনতে পারিনা।
উ:- তারা।
রোমান্টিক ধাঁধা (Romantic Dhadha)
রোমান্টিক ধাঁধা বা প্রেমের ধাঁধা সম্পর্কের গভীরতা ও রোমান্স কে আরও মধুর করে তোলে। যদি আপনার প্রেমিক/প্রেমিকার সাথে কথা বলার মতো কোন টপিক খুঁজে না পেয়ে থাকেন, তাহলে এই রোমান্টিক ধাঁধা থেকে আপনার পছন্দ মতো কয়েকটা জিজ্ঞাসা করেই দেখুন। আশা করি ভালো লাগবে।
১) দুটো ঠোঁট বন্ধ হয়ে গেলে কী হয়?
উ:- মুখ বন্ধ হয়ে যায়।
২) এক ইঞ্চি নড়াচড়া না করে কে দুই আত্মার মধ্যে প্রবেশ করতে পারে?
উ:- ভালোবাসা।
৩) কোন জিনিস টানলে ছোটো হয়?
উ:- সিগারেট।
৪) কোন জিনিস কেউ চায়না, কিন্তু সবাই পায়।
উ:- মৃত্যু।
৫) প্রথমে খোলা হয়, তারপর টেপা হয়, তারপর লাগানো হয়। সেটা কী?
উ:- টুথপেস্ট।
৬) বিয়ের সময় স্বামীরা একবারই দেয়, আর তারপর থেকে স্ত্রীরা সব সময়ই দেয়।
উ:- সিঁদুর।
৭) ঠেলে ঠেলে ভরলাম, রক্ত বের করে ছাড়লাম।
উ:- পান।
|
বাংলা ধাঁধা ও উত্তর |
৮) এমন কি জিনিস আছে, যেটা না ঢুকতে চাইলে, থুতু দিয়ে ঢোকায়?
উ:- সুচে সুতো।
৯) এমন একটি জিনিস যা মেয়েদের সামনে থাকে, আর গোরুর পিছনে থাকে।
উ :- Women - মহিলা
Cow - গোরু। সঠিক উত্তর হবে ‘W’.
১০) এমন একটি জিনিস বৌরা স্বামীদের দেয়না, কিন্তু অন্য লোক গেলে দেয় ?
উ:- ঘোমটা।
১১) বিয়ের পর ছেলে- মেয়েদের কোন জিনিসটা অনেক বেড়ে যায়?
উ:- দায়িত্ব।
১২) এমন একটি জিনিস যা আপনি করতে পারবেন, কিন্তু স্পর্শ করতে পারবেন না। জিনিসটা কী?
উ:- টেনশন।
১৩) মেয়েদের শরীরের নামে নাম আমার। তোমরা সকলেই রান্না করে খাও। কে আমি?
উ:- লেডিস ফিঙ্গার ( ঢ্যাঁড়স)।
১৪) ছেলেরা মেয়েদের কোন জিনিসটা চেটে পুটে খায়?
উ:- রান্না করা খাবার।
১৫) এমন কোন জিনিস আছে, যা ছেলেদের ছোটো হয়, আর মেয়েদের বড় হয়?
উ:- মানিব্যাগ।
|
বাংলা ধাঁধা কুইজ |
১৬) কোন জিনিস দুবার জন্মানোর জন্য বাবা - মায়ের প্রয়োজন হয়না।
উ:- দাঁত।
১৭) মেয়েদের যে জিনিসটা ঝুলে থাকে, আর ছেলেদের সেই একই জিনিস দাঁড়িয়ে থাকে?
উ:- চুল।
১৮) এক বিছানায় শুয়ে কখন স্বামী -স্ত্রীর ঘাম ঝড়তে থাকে?
উ:- লোডশেডিং হলে।
১৯) কোন জিনিস মেয়েরা প্রথমে হাত দিয়ে ধরে, তারপর মুখ দিয়ে চোষে?
উ:- আইসক্রিম।
২০) মেয়েরা বাবার দেখতে পায় না, কিন্তু স্বামীর দেখতে পায়। জিনিসটা কি?
উ:- বিয়ে।
২১) আপনার শরীরের কোন জিনিস আপনি দাঁড়িয়ে থাকলে শুয়ে পড়ে, আর শুয়ে থাকলে দাঁড়িয়ে পড়ে?
উ:- পায়ের পাতা।
২২) মেয়েরা কোন শাড়ি তার স্বামীর সামনে পড়তে পারেনা?
উ:- বিধবা শাড়ি।
২৩) যখন আমাকে মুখে ঢোকানো হয়, তখন আমি থাকি নরম, খাওয়ার পরে হয়ে যায় শক্ত। আমি কে?
উ:- চুইংগাম।
|
বাংলা ধাঁধা |
২৪) মেয়েদের কোন জিনিস সবথেকে বেশি নরম থাকে?
উ:- মন।
২৫) কোন জিনিস না থাকলে সকলেই হাত দিয়ে কাজ চালায়?
উ:- ব্রাশ।
২৬) কেউ রাতে দেয়, কেউ দিনে দেয়, কেউ ঘুমানোর আগে দেয় , কেউ সারারাত দেয়, কেউ আবার সবসময় দেয়। সেটা কী?
উ:- মোবাইল চার্জ।
২৭) কোথায় মেয়েদের চুল কোঁকড়ানো হয়?
উ:- আফ্রিকাতে।
২৮) এমন একটি জিনিস যা সকলের আছে, কিন্তু কারো ছোটো আবার কারো বড় হয়?
উ:- মন।
২৯) আমি আর তুমি এক মানুষ দেখতে এক রকম, আমি কথা বলি কিন্তু তুমি বলোনা। তুমি কে?
উ:- নিজের ছবি।
৩০) সব ছেলেদের আছে এটা, কারো বড় কারো ছোটো। বিয়ের পরে বউয়ের সাথে ভাগাভাগি করে নেয়।
উ:- পদবী।
৩১) বিয়ের পর স্বামী - স্ত্রী দুজনে কী করে?
উ:- সংসার।
৩২) মেয়েরা সবসময় সামনের দিকে টানে আর ছেলেরা টানতে ভয় পায়?
উ:- ওড়না।
বুদ্ধির ধাঁধা (Buddhir Dhadha)
এই ধাঁধা গুলি সাধারণ ধাঁধার থেকে একটু কঠিন। ভেবে উত্তর দিতে হবে। এগুলোর উত্তর দিতে পারলেই ভাববেন বুদ্ধি আছে।
১) আমার মামা, বাবার মামা, মায়ের মামা, সবারই মামা। এই মামাটা কে?
উ:- সূর্য।
২) নয়ের ডানপাশে নয় না বসিয়ে কিকরে নিরানব্বই হবে?
উ:- বাঁ পাশে বসালেই হবে।
৩) কোন মাসে আঠাশ দিন আছে?
উ:- সব মাসে।
৪) ব্যবহার করার আগে কাকে ভাঙতে হয়?
উ:- ডিম।
৫) কোন জামা গায়ে পড়েনা?
উ:- পায়জামা।
৬) অন্ধকার ঘরে থাকে, সবসময় নড়াচড়া করে, খাবার পেলেই খাবলে ধরে। কে সে?
উ:- জিভ।
৭) তিন অক্ষরে নাম তার সবার ঘরে রয়, মাঝের অক্ষর বাদ দিলে সবার ক্ষতি হয়।
উ:- বাসন।
|
বুদ্ধির ধাঁধা উত্তর সহ |
৮) কোন ফলের বীজ নেই?
উ:- নারকেল।
৯) কার নাম মুখে নিলেই জিনিসটি ভেঙে যায়?
উ:- নীরবতা।
১০) দশ দিন না ঘুমিয়ে কী করে জেগে থাকবেন?
উ:- রাতে ঘুমাবেন, দিনে জাগবেন।
১১) দুই অক্ষরে নাম তার, জম্পেশ করে খায়, শেষ অক্ষর বাদ দিলে পায়ে হেঁটে যায়।
উ:- পান।
১২) কাকে ছাড়া জগৎ অন্ধকার?
উ:- আলো।
১৩) কোন জিনিসের পিছনে সবসময় চারটে আঙুল থাকে?
উ:- মোবাইল।
১৪) চার অক্ষরে নাম আমার, আমি বিদেশী ভাষা। দ্বিতীয় অক্ষর বাদ দিলে হয়ে যায় সুস্বাদু খাদ্য। আমি কে?
উ:- ইংলিশ।
১৫) যে জানে সে দেয়, যে জানেনা সে দেয় না। জিনিসটা কী?
উ:- জ্ঞান।
১৬) সাধারণত আমরা ভাঙা জিনিস কিনিনা। কিন্তু এমন একটি জিনিস রয়েছে, যেটা ভেঙেই কিনতে হয়। সেটা কী?
উ:- আটা।
|
বুদ্ধির ধাঁধা |
১৭) ইংরেজির দুটি অক্ষর দিয়ে একটি ভাষার নাম বলুন।
উ:- R B
১৮) পৃথিবীতে আছে, বুধে আছে, কিন্তু মঙ্গলে নেই, সেটি কী?
উ:- ‘ব’ অক্ষর।
১৯) এমন একটি পাখি, তার চারটি অক্ষরে নাম , প্রথম দুটো অক্ষর বাদ দিলে, ঘর আলো করে।
উ:- টুনটুনি।
২০) এমন একটি জিনিস যেটা মোবাইল ফোনেও থাকে, আবার বিয়ে বাড়িতেও থাকে। সেটা কী?
উ:- মেনু।
২১) কোন বিজ্ঞানীর নামের মধ্যে উট শব্দটি আছে?
উ:- নিউটন।
২২) যে প্রথম ঘড়ি আবিষ্কার করল, সে কী করে বুঝল যে কটা বাজে?
উ :- সূর্য দেখে।
২৩) আমার লাইসেন্স নেই, আমি গাড়ি চালায়না , কিন্তু গাড়ির ইঞ্জিন নষ্ট হলে আমাকেই দরকার পড়ে, এই আমি কে?
উ:- স্ক্রু ড্রাইভার।
২৪) এমন একটি জিনিস যেটা তাকালে দেখতে পারবেন, না তাকালে দেখতে পারবেন না।
উ:- স্বপ্ন।
২৫) থাকলে ভালো কিন্তু পেলে ভালো নয়, কোন জিনিস?
উ:- লজ্জা।
২৬) কোন মালা গলায় পড়েনা?
উ:- নারিকেল মালা।
২৭) এমন একটি ফুলের নাম বলুন, যার নামে নায়িকাও আছে, নদীও আছে?
উ:- মন্দাকিনী।
২৮) আগুনে পুড়তে পারেনা, জলে ডুবতে পারে না, সেটা কোন জিনিস?
উ:- ছায়া।
২৯) আমাদের শরীরের সবথেকে ব্যস্ত অঙ্গ কোনটি?
উ:- ফুসফুস।
৩০) একটা সিং, বারোটা পা, সে জলে বাস করে, আবার ডিমও পাড়ে। সে কে?
উ:- চিংড়ি।
৩১) এমন একটি জিনিস যেটা ফ্রিজে দিলেও গরম থাকে।
উ:- গরম মশলা।
৩২) একটা বিয়ে বাড়িতে সবাইকে ঢুকতে দিল, কিন্তু কাউকে ঢুকতে দিলনা কেন?
উ:- এখানে দ্বিতীয় ‘কাউকে’ অর্থ গোরু বোঝানো হয়েছে, গোরুকে ঢুকতে দেওয়া হয়নি।
৩৩) একটা ছাতার নীচে চারজন মানুষ দাঁড়িয়ে রয়েছে, তবুও বৃষ্টির ছিটেফোঁটা লাগেনি। কেন?
উ:- কারণ তখন আকাশে রোদ ছিল।
৩৪) এমন একটি জিনিস খাওয়ার জন্যই কেনা হয়, কিন্তু না খেয়ে ফেলে দেওয়া হয়। কী সেটা?
উ:- তেজপাতা।
৩৫) এমন একটি খাবার জিনিস ঠান্ডায় খেতে ভালো লাগে, কিন্তু গরমে খেতে ভালো লাগেনা, ভয় পায়।
উ:- রোদ্দুর।
৩৬) এমন কোন জিনিস যা আপনার ঘরে প্রতি মূহুর্তে বাড়তেও পারে, আবার প্রতি মুহুর্তে কমতেও পারে, আবার স্থির থাকে?
উ:- তাপমাত্রা।
৩৭) ভিজে জিনিস রোদে শুকনো করা যায়, কিন্তু এমন কোন জিনিস আছে, রোদে দিলেও শুকনো হয়না?
উ:- ঘাম।
৩৮) জল নেই, কিন্তু সেখানে প্রচুর ঢেউ দেখতে পাওয়া যায়।
উ:- টিনের চাল।
৩৯) এমন একটি জিনিস যা কাজ করতে করতে থেমে যায়, কিন্তু মাথা কেটে গেলে আবার ঠিক হয়ে যায়।
উ:- উট পেনসিল।
৪০) কোন জিনিস রোদে শুকোয়না কিন্তু ছায়াতে শুকোয়।
উ:- ঘাম।
৪১) প্রাণ নেই, কিন্তু বাঁচার জন্য তার প্রয়োজন অক্সিজেন। সে কে?
উ:- আগুন।
৪২) এমন একটি মিষ্টি যেটা আবার সংবাদপত্রেরও নাম।
উ:- সন্দেশ।
৪৩) এমন একটি জায়গা যেখানে নদী যাবে জল নেই, জঙ্গল আছে গাছ নেই।
উ:- মানচিত্র।
৪৪) এমন একটি খেলা যেখানে হৃদয় লাগে।
উ:- তাস।
৪৫) কোন অক্ষর দুইবার ব্যবহার করলে মেয়ে ছেলে হয়ে যায়?
উ:- মামা।
৪৬) আমি যখন নোংরা হই আমি তখন সাদা, আর যখন পরিষ্কার হই তখন কালো। আমি কে?
উ:- ব্ল্যাকবোর্ড।
৪৭) তিন অক্ষরে নাম আমার, মাঝের অক্ষর বাদ দিলে আমি খেতে ভারী মিষ্টি কে আমি?
উ:- চিরুনি।
৪৮) আমার শাখা আছে , কিন্তু কান্ড নেই , ফুল নেই পাতা নেই, আমি কে?
উ:- ব্যাঙ্ক।
৪৯) কোন জিনিস আপনার থেকে আপনার বন্ধুরা বেশি ব্যবহার করে।
উ:- আপনার নাম।
৫০) এই ঘর, ওই ঘর, সব ঘরেতেই আছাড় খায়।
উ:- ঝাঁটা।
বাংলা ধাঁধা (Bangla Dhadha with Answers)
১) এমন একটি জিনিস যেটা গরম নয় কিন্তু আমরা ফুঁ দিয়ে খায়।
উ:- বাদাম।
২) ঘষে দিলেই তার জীবন শেষ।
উ:- দেশলাই।
৩) কোন ফুলের প্রথম অক্ষর বাদ দিলে একটা বারের নাম হয়।
উ:- করবী।
৪) এমন একটি জিনিস যেটা খাওয়ার জন্য কিনি, অথচ খায়না।
উ:- প্লেট ।
৫) ক্রিসমাসের আগে নিউইয়ার সেলিব্রেট করা হয় কোন দেশে?
উ:- ভারত। কারণ আগে 1 জানুয়ারি আসে , তারপর তো ২৫ শে ডিসেম্বর।
৬) সৌমেন দিনরাত খাটে, তাও উন্নতি করতে পারেনা। কেন?
উ:- কারণ সে দিনরাত খাট/ বিছানায় বসে আছে, তাই সে উন্নতি করতে পারেনা।
৭) এমন কোন জিনিস পড়া হয়, কিন্তু কিনতে লাগেনা।
উ:- মাথার ঘোমটা।
৮) এক বাটি জলকে কী করে হাতের মুঠোয় রাখবেন?
উ:- বরফ করে।
৯) এমন কোন জিনিস যা ধরতে গেলে ছুড়তে হয়?
উ:- মাছ। কারণ ছিপ ছুড়লে তবেই তো মাছ পাওয়া যাবে।
১০) কী না এলে দেখা যায় , কিন্তু এলে আর দেখা যায়না।
উ:- ঘুম।
১১) ছটি মুখ আছে, তারা মেকআপ করেনা, একুশটি চোখ আছে কিন্তু দেখতে পায়না। কী সেই জিনিস।
উ:- লুডো খেলার ঘুটি।
|
হাসির ধাঁধা বাংলা |
১২) তুমি যখন আমাকে দেখো, আমি তখন কালো, কিন্তু তুমি যখন আমাকে ব্যবহার করো, আমি তখন লাল হয়ে যায়। কে আমি?
উ:- কাঠকয়লা।
১৩) আমার মাংস নেই, আমার পালকও নেই, আমার হাড় নেই , শুধু আছে আঙুল। আমি কে?
উ:- হাতমোজা।
১৪) গোলাপি রঙের ছোটো মামা, তার গা ভর্তি জামা। সে কে?
উ:- পেঁয়াজ।
১৫) জলে জন্ম জলে বাস, জলেই সর্বনাশ।
উ:- নুন।
বাচ্চাদের ধাঁধা (Bengali Riddles for Kids)
অনেক তো হল বড়দের খেলা। এবার শিশুদের জন্য কিছু সহজ বাংলা ধাঁধা দিচ্ছি, এইগুলো আপনার শিশুর চিন্তা শক্তি, কৌতূহল ও ভাষার দক্ষতাকে অনেকগুন উন্নত করতে সাহায্য করবে।
১) কোন ছানা খায়না?
উ:- বিছানা।
২) কোন নুন খায়না?
উ:- উনুন।
৩) কোন পাখি ওড়েনা?
উ:- উট পাখি।
৪) কোন বেল খায়না?
উ:- কলিংবেল।
৫) কোন দৃশ্য দেখা যায়না?
উ:- অদৃশ্য।
৬) হাঁটলে কে দাঁড়ায়, দাঁড়ালে কে বসে?
উ:- ক্যাঙ্গারু।
৭) ঘুমানো ছাড়া আমরা কোন সময় চোখ বন্ধ করি?
উ:- হাঁচির সময়।
৮) কোন জিনিসের হেড এবং টেল আছে মাথা নেই।
উ:- পয়সা।
৯) কোন ফুল ফুল নয়?
উ:- বিউটিফুল।
১০) কোন কার চলেনা?
উ:- কুকার।
১১) কোন মা ভাত দেয়না?
উ:- সিনেমা।
১২) কোন মাছি ওড়ে না?
উ:- ঘামাচি।
|
রোমান্টিক ধাঁধা |
১৩) কোন চিল ওড়ে না?
উ:- পাঁচিল।
১৪) কোন হাঁস ডিম পাড়ে না?
উ:- ইতিহাস।
১৫) কোন গ্রামে মানুষ নেই?
উ:- টেলিগ্রাম। ।
১৬) মুখ নাই কথা বলে, পা নেই তবুও হেঁটে চলে?
উ:- ঘড়ি।
১৭) কোন ডিম দেখা যায়না?
উ:- ঘোড়ার ডিম।
১৮) কোন ভাত খাওয়া যায় না?
উ:- প্রভাত।
১৯) কোন বউ কথা বলেনা?
উ:- কলাবউ।
২০) কোন জল খায়না?
উ:- উজ্জ্বল।
২১) হাঁস মুরগি ডিম দেয় , গোরু দুধ দেয়। কিন্তু এমন কে আছে যে ডিম দুধ দুটোই দেয়?
উ:- দোকানদার।
২২) ওপারেতে বুড়ি মড়ল এপারে গন্ধ এল।
উ:- কাঁঠাল।
২৩) কোন পাখির ডিম নেই?
উ:- বাদুড়।
২৪) কোমর ধরে শুইয়ে দিয়ে যা করার করে নাও।
উ:- শিলনোড়া।
২৫) কার চোখ থাকে কিন্তু সে তাও দেখতে পায়না?
উ:- পুতুলের চোখ।
২৬) এমন একটি গাছ রয়েছে যার নামে শীতের পোশাক রয়েছে?
উ:- শাল।
২৭) কার মাথা আছে কিন্তু বুদ্ধি নেই ?
উ:- ছাতা ।
২৮) জ্বলছে, কিন্তু পুড়ছে না কোন প্রাণী?
উ:- জোনাকি।
২৯) কোন পাখির নাম সোজা থাকলেও এক উল্টে থাকলেও এক।
উ:- ঘুঘু।
৩০) কোন দেশে জল নেই?
উ:- সন্দেশ।
৩১) এমন একটি মাছের নাম বলো যার নামের আগে ছেলেদের নাম থাকে?
উ:- ভোলা।
৩২) কোন গুড় খেতে মিষ্টি নয়?
উ:- মাগুর।
৩৩) কোন প্রাণীর রক্তের রঙ কালো?
উ:- মুরগীর।
৩৪) কোন মা নাকের উপরে বসে?
উ:- চশমা।
৩৫) কোন গুণ খাওয়া যায়?
উ:- বেগুন।
৩৬) মশার সাথে কী যোগ করলে আলো হয়?
উ:- ল। কারণ মশা+ল = মশাল।
৩৭) কোন ফলের শেষে নিয়ম থাকে?
উ:- জামরুল।
৩৮) দুই ভাই দেখতে থাকে
দশ ভাই তুলতে থাকে।
আর ৩২ ভাই খেতে থাকে। এরা কারা?
উ:- চোখ, হাত , দাঁত।
৩৯) এমন একটি জিনিস আপনি আপনারটাই দেখতে পান, আর কারোর টা পাননা?
উ:- স্বপ্ন।
৪০) যাকে কাটা হয় সে কাঁদে না, কিন্তু যে কাটে সে কাঁদে।
উ:- পিঁয়াজ।
কঠিন ধাঁধা (Kothin Dhadha)
১) কী ধুলে নোংরা হয়, না ধুলে পরিষ্কার থাকে।
উ:- জল।
২) কোথায়, একজন প্রধানমন্ত্রীর থেকে, একজন আসামীর নাম উপরে হয়?
উ:- বাংলা অভিধানে।
৩) কোন উল গান গায়?
উ:- বাউল।
৪) কোন কাল এলে মানুষ না খেতে পেয়ে মারা যায়?
উ:- আকাল।
৫) কোন কান দিয়ে শোনা যায়না?
উ:- দোকান।
৬) তোমার মধ্যেও আছে, আমার মধ্যেও আছে। কী সেটা?
উ:- ‘ম’ অক্ষর।
৭) কোন সাগরকে পিঁপড়েরা খায়?
উ:- হিমসাগর।
৮) এমন একটি জিনিস যা গরমে কাজে লাগে, আর শেষের অক্ষর বাদ দিলে চলতে কাজে লাগে।
উ:- পাখা।
৯) তার ডাক শুনে ভয় পায়, কিন্তু আলো দেখে পথ খুঁজে পায়।
উ:- বজ্রপাত বা বিদ্যুৎ চমকানো।
১০) খেতে গেলে দেখা যায়না, খাওয়ার পরে দেখা যায়।।
উ:- ধাক্কা।
১১) কোন খাবার নামেও এক, খেতেও এক?
উ:- মিষ্টি।
১২) গায়ে তার সাদা কাপড়, মাটির তলায় বাস।
উ:- রসুন।
১৩) এক পায়ে দাঁড়িয়ে থাকি সর্বক্ষণ, হাতল ধরে টানলে করি কান্নাকাটি। আমি কে?
উ:- কল।
১৪) এমন একটি জিনিস ২৪ ঘন্টার মধ্যে পুরানো হয়ে যায়।
উ:- খবর।
১৫) এমন একটি ফলের নাম বলো, যার শেষ অক্ষর বাদ দিলে হয়ে যায় রাজা।
উ:- আমড়া।
১৬) এমন একটি জনপ্রিয় খাবারের নাম বলো, উল্টে লিখলেও এক থাকে, সোজা লিখলেও এক থাকে ।
উ:- মোমো।
১৭) ছানার সঙ্গে এমন কিছু যুক্ত করো, যা আমাদের ঘুমোতে কাজে লাগে।
উ:- বি+ছানা = বিছানা।
১৮) ম্যাঙ্গো ফিশ কার নাম?
উ:- তপসে মাছের নাম।
১৯) কোন বার সপ্তাহের মধ্যে থাকেনা?
উ:- পরিবার।
২০) মানুষ বেশিরভাগ সময় কোনদিকে তাকিয়ে থাকে?
উ:- সামনের দিকে।
সাধারণ জ্ঞান ধাঁধা (Riddles GK Bengali)
এবারে আশা যাক কিছু সাধারণ জ্ঞান মূলক অর্থাৎ জিকে স্পেশাল বাংলা ধাঁধা যা ইতিহাস, ভুগোল, বিজ্ঞান ইত্যাদি বিষয়ের সংমিশ্রণে তৈরি করা হয়েছে।
১) এমন একটি ফলের নাম বলো, যা গাছ সমেত কাটতে হয়?
উ:- আনারস।
২) ভারতের প্রথম নাগরিক কে?
উ:- রাষ্ট্রপতি।
৩) এমন একটি খাবারের নাম বলো, যেটি আবার রোগের নাম।
উ:- সুগার।
৪) পুরাতন গঙ্গা কোন নদীকে বলা হয়?
উ:- গোদাবরী।
৫) কোন পাখি শুধুমাত্র বৃষ্টির জল খায়?
উ:- চাতক।
৬) কোন প্রাণীর জিভ কালো?
উ :- জিরাফ।
৭) কোন দেশের পতাকায় গাছের পাতা থাকে?
উ:- কানাডা।
৮) আমাদের মুখ থেকে খাবার পাকস্থলীতে যেতে কতক্ষণ সময় লাগে?
উ:- ৭ সেকেন্ড।
৯) কোন বালতিতে জল ঢাললেও কোনোদিনই ভর্তি হবেনা?
উ:- ফুটো বালতি।
১০) একটা খালি ঝুড়িতে কতগুলো ডিম রাখতে পারবেন?
উ:- একঝুড়ি।
১১) এমন একটি প্রাণীর নাম বলো, যে লোহাকে হজম করে?
উ:- কুমির।
১২) কোন দুই কাল প্রত্যেকদিন আসে?
উ:- সকাল এবং বিকাল।
১৩) ইংরেজির কোন অক্ষর আর বাংলার কোন সংখ্যা ছাড়া মানুষ বাঁচতে পারেনা?
উ:- O2 ।
১৪) সাদা প্লেটে কালো মিষ্টি ব্যাপারটা কী?
উ:- আমাদের চোখ।
১৫) একটা সাপের মাথা কেটে বাদ দিলেও সে কতক্ষণ বেঁচে থাকে?
উ:- দু থেকে তিন ঘণ্টা।
১৬) আইনস্টাইনের মৃত্যুর কতক্ষণ পর তাঁর মস্তিষ্ক চুরি হয়?
উ:- আধঘণ্টা পর।
১৭) কোন গাছের ফুল হলেও তাকে দেখা যায়না?
উ:- ডুমুর।
১৮) বেল ফলকে ইংরেজিতে কী বলে?
উ:- wood apple
১৯) এমন একটি ফল খাও, যা খেলে তোমার রাগ কমবে?
উ:- কলা।
২০) মানুষের মস্তিষ্কের ওজন কত?
উ:- ১.৫ কেজি।
২১) একটা ছোট্ট বাচ্চার মস্তিষ্কের ওজন কত?
উ:- ৪০০-৫০০ গ্রাম।
২২) কোন প্রাণীর রক্ত সাদা?
উ:- আরশোলা।
২৩) কোন প্রাণীর দুধ খেলে মদের মতো নেশা হয়?
উ :- হাতির।
২৪) পৃথিবীর সকল মানুষ কোন ভাষায় কথা বলে?
উ:- মাতৃভাষা।
২৫) কোন প্রাণীর মস্তিষ্ক নেই?
উ:- কেঁচো।
২৬) মানুষের শেষ খাবার কী?
উ:- জল।
২৭) গর্ভে থাকাকালীন শিশুরা কীভাবে নিঃশ্বাস নেয়?
উ:- মায়ের রক্তে থাকা অক্সিজেন থেকে।
২৮) সবথেকে দীর্ঘজীবী প্রাণী কে ?
উ:- কচ্ছপ।
২৯) কোন ফল জলে ভিজে গেলে পেকে যায়?
উ:- খেঁজুর।
৩০) রবিবারের ছুটি কবে থেকে শুরু হয়?
উ:- ১৮৪৩।
পরিশেষে
সবশেষে বলব, ধাঁধা (Riddles) একটি মজার খেলা। আপনি যেকোনো সময়, যে কোনো মানুষের সাথে এই ধাঁধা খেলতে পারেন । আমাদের এই আর্টিকেলে রয়েছে বেশ কিছু বাংলা মজার ধাঁধা, যেগুলো নিয়ে খেলতে পারেন সকলের সাথে। আশা করি ভালোই লাগবে।
মজার বাংলা ধাঁধা উত্তর সহ FAQ
ধাঁধা কী?
ধাঁধা একপ্রকার হেঁয়ালি জাতীয় খেলা।
কোথায় ধাঁধার উদ্ভব হয়?
১৯ শতকে ইংল্যান্ডে প্রথম ধাঁধার উদ্ভব হয়
...
...