NMMSS Scholarship: ১২,০০০ টাকা পর্যন্ত স্কলারশিপ পাওয়ার সুযোগ, জানুন বিস্তারিত এই প্রতিবেদনে

National Means Cum-Merit Scholarship Scheme

NMMSS Scholarship: এমন বহু ছাত্রছাত্রী রয়েছে যারা টাকার অভাবে তাদের পড়াশুনা চালিয়ে যেতে পারে না। পারিবারিক আয় এতটাই কম যে দুবেলা দুমুঠো খাবারও কোন রকমে জোটানো অসম্ভব হয়ে ওঠে। তবে সরকার সর্বদাই এই ধরনের মানুষদের সাহায্য করার জন্য তৎপর। আর্থিক বাঁধা অতিক্রম করে ছাত্রছাত্রীরা যাতে পরবর্তী ধাপে পৌঁছাতে পারে, তার জন্যই সরকার এনেছে 'ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (National Means Cum-Merit Scholarship Scheme)  স্কিম।

সেন্ট্রাল সেক্টর স্কিম 'ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ স্কিম' ২০০৮ সালে চালু করা হয়েছিল। অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণীর মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদানের উদ্দেশ্যেই এই স্কিমের উদ্বোধন করা হয়। প্রতিটি পিছিয়ে পড়া ছাত্রছাত্রী যাতে অষ্টম শ্রেণিতে উত্তীর্ণ হতে পারে এবং মাধ্যমিক পর্যায়ে তাদের শিক্ষা চালিয়ে যেতে পারে, সেই জন্যই এই স্কলারশিপ।

আরও পড়ুন: এবার পেয়ে যান বিনা সুদে ২০ লক্ষ টাকা লোন, টাকা দেবে কেন্দ্র সরকার, জানুন বিস্তারিত 

স্কলারশিপে কত টাকা দেওয়া হবে?

এই স্কিমের অধীনে, পারিবারিক আয় ৩,০০,০০০/- এর বেশি নয় তাদের মেধাবী শিক্ষার্থীদের ৪,০০০/- থেকে ১২,০০০/- পর্যন্ত বৃত্তি দেওয়ার প্রস্তাব দেয়।

যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতা: VII শ্রেণীর চূড়ান্ত পরীক্ষায় ন্যূনতম ৫৫% নম্বর (SC, ST, এবং প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ৫০%)

আয়: পারিবারিক আয় প্রতি বছর ৩,৫০,০০০ টাকার বেশি হওয়া উচিত নয়। 

প্রতিষ্ঠান: কেন্দ্রীয় বিদ্যালয়, জওহর নবোদয় বিদ্যালয়, রাজ্য সরকার পরিচালিত আবাসিক স্কুল, বা বেসরকারি স্কুলে পাঠরত হতে হবে।

ন্যাশনাল মিন্স-কাম-মেরিট স্কলারশিপ (NMMSS) অনলাইন আবেদন প্রক্রিয়া:

সেন্ট্রাল সেক্টর ন্যাশনাল মানে কাম মেরিট স্কলারশিপের অফিশিয়াল ওয়েবসাইট www.scholarships.wbsed.gov.in-এ প্রবেশ করে আবেদন করতে হবে।

আবেদনের সময়সীমা: ১৫.০৭.২০২৪ থেকে ১৪.০৮.২০২৪ পর্যন্ত

পরীক্ষার জন্য প্রয়োজনীয় নথি:

  • আবেদনপত্র
  • স্কুল/প্রতিষ্ঠানের প্রধান থেকে সার্টিফিকেট
  • বার্ষিক আয়ের শংসাপত্র
  • জাত শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • হ্যান্ডিক্যাপড শংসাপত্র (যদি প্রযোজ্য হয়)
  • JPG ফরম্যাটে স্ক্যান করা ছবি
  • ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ (বিশেষত আধার-সিডেড)

পরীক্ষার বিস্তারিত

  • পরীক্ষার বিন্যাস: এমসিকিউ (MCQ)
  • বিষয়: 1) গণিত 2) ভৌত বিজ্ঞান 3) জীবন বিজ্ঞান 4) ইতিহাস এবং 5) ভূগোল
  • NMMS পরীক্ষার জন্য কোন নির্ধারিত পাঠ্যক্রম নেই। আইটেমগুলির মান VII এবং VIII শ্রেণীর স্তরের সাথে সঙ্গতিপূর্ণ হবে৷
  • পাঠ্যসূচী: সপ্তম এবং অষ্টম শ্রেণি (গণিত, ভৌত বিজ্ঞান, জীবন বিজ্ঞান, ইতিহাস, ভূগোল) নেগেটিভ মার্কিং নেই
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url