পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের তালিকা | List of Projects and Schemes of WB Govt.
Projects and Schemes List of WB Government: পশ্চিমবঙ্গ সরকারের অনেক প্রকল্প রয়েছে, এগুলোর সম্পর্কে আমরা অনেকেই অবগত নয়, হয়ত দু একটা প্রকল্পের নাম জানি, কিংবা অনেকেই প্রকল্পের নাম জানেন, কিন্তু কীভাবে সেই প্রকল্পের আওতায় নিজেদেরকে নিযুক্ত করবেন সে সম্পর্কে কোনো জ্ঞান নেই। আর তাই সেগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব।
১. মাতৃযান প্রকল্প (২০১১)
২০১১ সালে এই প্রকল্পের সূচনা হয়।
উদ্দেশ্য
এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের প্রত্যেক প্রসূতি মহিলা হাসপাতালে যাওয়া আসা করার জন্য বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিসেবা পাবেন। এছাড়া শিশুর ২৮ দিন বয়স পর্যন্ত বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিসেবা পাবেন মা ও শিশু।
টোল ফ্রি হেল্পলাইন নম্বর ‘১০২’এ ফোন করলেই এই পরিষেবা সম্পর্কে জানা যাবে।
২. কন্যাশ্রী প্রকল্প (২০১৩)
বেড়ে গিয়েছিল স্কুলছুটের সংখ্যা। ১৮ বছরের আগেই পড়াশোনার পাঠ চুকিয়ে দিত মেয়েরা। আর তাই এই সমস্যার সমাধান করতে, নারীদের এগিয়ে নিয়ে যেতে তৈরি হয় এই প্রকল্প।
কন্যাশ্রী প্রকল্প কী
- যে সমস্ত মেয়েরা ১৩ থেকে ১৮ বছর বয়সী অর্থাৎ অষ্টম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণিতে পড়ে, তারা বার্ষিক ১০০০ টাকা করে পাবে।
- দ্বাদশ শ্রেণীর পর যেসব মেয়েরা বিয়ে না করে পড়াশোনা চালিয়ে যেতে চায়, তারা এককালীন ২৫,০০০ টাকা পাবে। একে বলা হয় কে টু।
- স্নাতক ডিগ্রীর পর যারা স্নাতকোত্তর ডিগ্রীর জন্য পড়াশোনা করতে চান, তারা প্রতি মাসে পাবেন টাকা। বিজ্ঞান বিভাগের ছাত্রীরা পাবেন ২৫০০ টাকা এবং কলা বিভাগের ছাত্রীরা পাবেন ২,০০০ টাকা। এটা কে থ্রি।
কীভাবে আবেদন করবেন?
https://www.wbkanyashree.gov.in/kp_4.0/index.php
Read More: মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পাশ করার পর কী করা উচিত
৩. যুবশ্রী প্রকল্প (২০১৩)
কর্মহীন যুবকদের আর্থিক সাহায্যের জন্য তৈরি হয়েছে এই প্রকল্প।
এই প্রকল্পের সুবিধা
- বেকার যুবক যুবতী যারা কোনো কাজের সঙ্গে যুক্ত নন, তারা এই প্রকল্পের আওতায় পড়ে।
- এমপ্লয়মেন্ট ব্যাঙ্কে নাম নথিভুক্ত করতে হবে।
- সর্বনিম্ন অষ্টম শ্রেণী পাশ করতে হবে।
- ১৮ থেকে ৪৫ বছরের মধ্যে বয়স হতে হবে।
- পরিবারের যে কোনো একজন সদস্য এই সুবিধা পাবেন।
- যাঁরা নির্বাচিত হবেন তাদের প্রতি মাসে ১৫০০ টাকা করে আর্থিক অনুদান দেওয়া হবে।
কীভাবে আবেদন করবেন?
https://www.employmentbankwb.gov.in/
৪. মধুর স্নেহ (২০১৩)
২০১৩ সালের ৬ অগস্ট এস এস কে এম হাসপাতালে এই স্কিমের সূচনা হয়। শিশুর জন্মের এক ঘণ্টা পর যে হলুদ দুধ বেরোয় তা শিশুদের শরীরে একান্ত প্রয়োজন। এই হলুদ দুধ রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। কিন্তু অনেক মায়েদের শারীরিক সমস্যার জন্য নবজাতকদের এই দুধ মেলে না। আর তাই শিশুদের ভুগতে হয় অপুষ্টিতে। একথা মাথায় রেখেই তৈরি হয়েছে এই প্রকল্প। হিউম্যান মিল্ক ব্যাঙ্ক ডোনারদের কাছ থেকে মাতৃদুগ্ধ সংরক্ষণ করে রাখা হয়।
কীভাবে আবেদন করবেন?
https://wb.gov.in/government-schemes-details-madhursneha.aspx
মধুর স্নেহ প্রকল্পের সুবিধা
- সময়ের আগে যেসব শিশু জন্ম নেয়, তাদের মাতৃদুগ্ধ প্রদান করা হয়।
- মাতৃহারা শিশুদের মাতৃদুগ্ধের ব্যবস্থা।
- যেসব মায়েরা এই হলুদ দুধ খাওয়াতে অক্ষম, তাদের সন্তানদের এই স্কিম সাহায্য করে। কলকাতার এসএসকেএম হাসপাতালে রয়েছে এই সুবিধা।
৫. শিশুসাথী (২০১৩)
‘বিশ্ব হৃদয় দিবস’ অর্থাৎ ‘ওয়ার্ল্ড হার্ট ডে’ উপলক্ষে ২০১৩ সালের অগস্ট মাসে ‘শিশু সাথী’ প্রকল্পের সূচনা করেন। এই প্রকল্পের মাধ্যমে বিনামূল্যে শিশুদের হার্ট সার্জারি করা হয়।
শিশুসাথী প্রকল্পের সুবিধা
- হৃদযন্ত্রে ছিদ্র থাকা, হার্টের রক্ত চলাচলের সমস্যা এই জাতীয় সমস্যার চিকিৎসা এই প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত।
- ১২ বছর বয়স পর্যন্ত যে কোনও শিশুর হার্টের সমস্যায় বিনামূল্যে চিকিৎসা দেওয়ার কথা বলা হয়েছে এই প্রকল্পে।
- সরকারি এবং বেসরকারি হাসপাতালগুলিতে প্রত্যেক বছর ৩০০০ শিশুর হৃদপিণ্ড অস্ত্রোপ্রচার করা হবে বিনামূল্যে।
- এস এস কে এম হাসপাতাল, আর এন টেগোর, ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অফ কার্ডিয়াক সায়েন্সেস, আর জি কর মেডিক্যাল কলেজ, বি এম বিড়লা হাসপাতাল, বি সি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন, মিশন হাসপাতাল এই কয়েকটি হাসপাতালে পাওয়া যাবে এই সুবিধা।
কীভাবে আবেদন করবেন?
https://www.myscheme.gov.in/schemes/wbsishusathi
৬. শিক্ষাশ্রী প্রকল্প (২০১৪)
এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের বছরে ৮০০ টাকা স্কলারশিপ দেওয়া হয়।
শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা
- তপশিলি জাতি আদিবাসী ও আদিবাসী ছাত্র-ছাত্রীদের বার্ষিক টাকা প্রদান।
- পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রীরা এই আওতায় অন্তর্ভুক্ত।
- পঞ্চম শ্রেণি ৫০০ টাকা, ষষ্ঠ শ্রেণি ৬৫০ টাকা, সপ্তম শ্রেণি ৭০০ টাকা, অষ্টম শ্রেণি ৮০০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
http://www.anagrasarkalyan.gov.in/
৭. গতিধারা (২০১৪)
বেকার যুবক- যুবতীদের জন্য একটি স্বনির্ভর প্রকল্প। বেকার যুবক যুবতীরা যাতে স্বনির্ভর হতে পারে তার জন্য এই প্রকল্প।
গতিধারা প্রকল্পের সুবিধা
- ২০-৪৫ বছরের মধ্যে বেকার যুবক এবং যুবতীরা গাড়ি কেনার জন্য আর্থিক সাহায্য পাবে।
- এই সাহায্যের ৩০ শতাংশ ভর্তুকি সরকার প্রদান করবে, আর বাকি ভর্তুকি গ্রাহক।
- সর্বোচ্চ ১ লাখ টাকা ভর্তুকি পাওয়া যাবে।
কীভাবে আবেদন করবেন?
https://employmentbankwb.gov.in/gatidhara.php
৮. ঐক্যশ্রী (২০১৪)
সংখ্যালঘু সম্প্রদায়ের পড়ুয়াদের জন্য বিশেষ স্কলারশিপ। মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ, শিখ সম্প্রদায়ের সকল ছাত্রছাত্রী এই প্রকল্পের অন্তর্ভুক্ত।
ঐক্যশ্রী প্রকল্পের সুবিধা
পিছিয়ে পড়া পড়ুয়াদের বার্ষিক টাকা প্রদান।
- প্রথম থেকে পঞ্চম শ্রেণী- ১১০০ টাকা।
- ষষ্ঠ থেকে দশম শ্রেণী - ৫৫০০ টাকা।
- একাদশ থেকে দ্বাদশ শ্রেণী - ১০২০০ টাকা।
- স্নাতক থেকে স্নাতকোত্তর - ৬৬০০ টাকা।
কীভাবে আবেদন করবেন?
https://www.wbmdfc.org/
৯. কর্মতীর্থ (২০১৪)
রাজ্যে চাকরি নেই, বাড়ছে বেকারত্ব। আর এই সমস্যা থেকে মুক্তি দেওয়ার জন্য রয়েছে রাজ্য সরকারের এই কর্মতীর্থ প্রকল্প।
কর্মতীর্থ প্রকল্পের সুবিধা
- বেকার যুবক-যুবতীরা যদি কোন দোকান বা কোন অফিস খুলে কোন কাজে যুক্ত হতে চান তাহলে রাজ্য সরকার আর্থিক সাহায্য দিয়ে দোকান বা অফিস করে দেবে।
- কারিগর, তাঁতি, ক্ষুদ্র উদ্যোক্তা, মহিলা কারিগর সহ অনগ্রসর মানুষরা এই আওতা ভুক্ত।
- ব্যবসা চালানোর জন্য প্রয়োজনীয় টেকনিক শেখানো হবে।
১০. সামাজিক সুরক্ষা যোজনা (২০১৪)
অসংগঠিত শ্রমিকদের উদ্দেশ্যে এই প্রকল্পটি তৈরী। এই যোজনার মাধ্যমে অসংগঠিত শ্রমিকরা অনেক সাহায্য পেয়ে থাকেন। সন্তানদের পড়াশোনার টাকা, আধুনিক কাজের প্রশিক্ষণের সুব্যবস্থা, চিকিৎসার জন্য সাহায্য, হেল্থ ইন্সুরেন্স প্রভৃতি।
সামাজিক সুরক্ষা যোজনা প্রকল্পের সুবিধা
- যোগ্য সুবিধাভোগীরা প্রতি মাসে 25 টাকা জমা করবে, আর এর সাথে রাজ্য সরকার দেবে ৩০ টাকা। সুবিধাভোগীর বয়স ৬০ বছর হয়ে গেলে কিংবা মৃত্যুর কারণে তার অ্যাকাউন্ট নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে অ্যাকাউন্টের নোমিনিকে সুদ সমেত সেই টাকা ফেরত দেওয়া হবে।
- আবেদনকারী যদি দূর্ঘটনায় মারা যায় তাহলে তাঁর পরিবার পাবে ২ লক্ষ টাকা। স্বাভাবিক মৃত্যু হলে পাবেন ৫০ হাজার টাকা।
- যদি কোনো কারণে উপভোক্তা শারীরিক অসমর্থ হন তাহলে টাকা পাবেন।
- উপভোক্তার যদি দুটো কন্যা সন্তান থাকে তাহলে তাদের স্নাতক পর্যন্ত পড়াশোনা করানোর জন্য আর্থিক সাহায্য প্রদান করবে।
কীভাবে আবেদন করবেন?
https://bmssy.wblabour.gov.in/
১১. সুফল বাংলা
সরকারি উদ্যোগে সকলের বাড়ি বাড়ি সবজি, ফল ও মাছের হোম ডেলিভরি দেওয়া হয়। সুলভ মূল্যে এই জিনিস গুলো বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়।
সুফল বাংলা প্রকল্পের সুবিধা
- কৃষক এবং গ্রাহক উভয়েই ন্যায্য মূল্যে জিনিস কিনতে ও বেচতে পারে, গ্রাহকরা পাবেন টাটকা জিনিস।
- সরকার কৃষকদের থেকে সরাসরি দ্রব্য কিনবে, যার জেরে লাভবান হবেন কৃষকরা।
https://www.sufalbangla.in/sufalbanglaPortal/ShowDailyCommodityPrice#no-back-button
১২. সবুজ সাথী (২০১৫)
এই প্রকল্পের মাধ্যমে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সাইকেল বিতরণ করা হয়।
সবুজ সাথী প্রকল্পের সুবিধা
পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের বিনামূল্যে সাইকেল বিতরণ। যাতে তারা বিদ্যালয় বিমুখ না হয়, পড়াশোনায় আগ্রহী হয়। অনেকেই বিদ্যালয়ে যেতে পারেনা, যাতায়াতের ব্যবস্থা না থাকায়। আর তাই তাদের জন্য এই উদ্যোগ।
https://wbsaboojsathi.gov.in/v2/
১৩. মুক্তির আলো (২০১৫)
এই প্রকল্পের উদ্দেশ্যে হল ,যৌনকর্মীদের, নির্যাতিত নারী ও বালিকাদের উদ্ধার করে আর্থিক অনুদান দিয়ে স্বনির্ভর করে তোলা।
মুক্তির আলো প্রকল্পের উদ্দেশ্য
১) যৌনকর্মী, দুর্ভাগা নারী ও বালিকাদের উদ্ধার করে পুনর্বাসনের ব্যবস্থা করা।
২) পুনরুদ্ধার করার পর প্রশিক্ষণ দিয়ে স্বনির্ভর করে তোলা। মাসে মাসে স্টাইপেন্ডের ব্যবস্থা রয়েছে। থাকা-খাওয়ার সুবিধা, ৯ মাসের প্রশিক্ষণ শেষে যদি কেউ ব্যবসা করতে চায়, তাহলে তাকে ২৫০০০ টাকা পর্যন্ত আর্থিক সাহায্য করবে।
http://wbcdwdsw.gov.in/User/scheme_muktiralo
১৪. খাদ্যসাথী (২০১৬)
উপভোক্তাদের ২ টাকা কেজি দরে চাল ও গম প্রদান করা।
খাদ্য সাথী প্রকল্পের সুবিধা
১) উপভোক্তারা 2 টাকা কেজি দরে চাল ও গম পাবেন।
২) প্রত্যেক পরিবার ৩৫ কেজি চাল ও গম পাবেন।
https://food.wb.gov.in/
১৫. সবুজশ্রী (২০১৬)
এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক শিশুর জন্মের পরপরই একটি করে চারা গাছ দেওয়া হয়।
সবুজশ্রী প্রকল্পের সুবিধা
- নবজাতক শিশু জন্মানোর পর বন দপ্তরের কাছ থেকে বিনামূল্যে একটি করে গাছ পাবে।
- প্রাপ্তবয়স্ক হওয়ার পর প্রয়োজন মতো আর্থিক প্রয়োজনে সে গাছটি বিক্রিও করতে পারবে ।
http://westbengalforest.gov.in//sabujsri.php
১৬. সমব্যথী প্রকল্প (২০১৬)
দরিদ্র মানুষদের কোনও ব্যক্তির মৃত্যুর পর পারলৌকিক ক্রিয়ায় মৃতদেহের সৎকার করার জন্য এককালীন ২ হাজার টাকা আর্থিক অনুদান দেওয়া হয়।
https://instapdf.in/somobyathi-form-west-bengal/
১৭. স্বাস্থ্য সাথী (২০১৬)
উপভোক্তাদের ১০ লক্ষ টাকা পর্যন্ত স্বাস্থ্য বীমা প্রদান।
স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা
- নিয়ম অনুযায়ী প্রত্যেক পরিবার ১.৫ লক্ষ টাকা পর্যন্ত প্রাথমিক স্বাস্থ্য সুরক্ষা পাবেন।
- পরিবারের কেউ যদি কোনও জটিল রোগে অসুস্থ হয়ে পড়েন, তা হলে চিকিৎসার জন্য প্রায় সাড়ে তিন লক্ষ টাকা স্বাস্থ্য সুরক্ষা পাওয়া যাবে।
- বিনামূল্যে ওষুধ, খাবার, পরীক্ষা-নিরীক্ষা করা এবং হাসপাতালের চিকিৎসা পরিষেবা প্রদান করা হবে ।
- রোগী হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পরবর্তী ৫ দিন বিনামূল্যে রোগীর ঔষধ দেওয়া হয়।
- হাসপাতালে যাওয়া আসার জন্য টাকা প্রদান করা হয়।
https://swasthyasathi.gov.in/
১৮. উৎকর্ষ বাংলা (২০১৬)
এই প্রকল্পের উদ্দেশ্য শিক্ষার্থীদের বৃত্তিমূলক প্রশিক্ষণ দেওয়া।
উৎকর্ষ বাংলা প্রকল্পের সুবিধা
- বেকার যুবক এবং যুবতীরা বিনামূল্যে vocational training এর সুযোগ পাবেন।
- প্রকল্প শেষে সার্টিফিকেট দেওয়া হবে।
- গাড়ি চালানো, সেলাই, টেলিভিশন মেরামত ও অন্যান্য বৈদ্যুতিন সরঞ্জাম, বিউটিশিয়ান কোর্স, কম্পিউটারের বিভিন্ন কোর্স শেখানো হয়।
- প্রশিক্ষণ শেষে প্রতিদিন ৫০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।
- এই প্রকল্পের মাধ্যমে গ্রুপ সি,গ্রুপ ডি, DEO, MTS সহ বিভিন্ন সেক্টরে সরাসরি নিয়োগ হয়।
কীভাবে আবেদন করবেন?
https://pbssd.gov.in
১৯. সেফ ড্রাইভ সেভ লাইফ (২০১৬)
এই প্রকল্পের উদ্দেশ্য পথ দূর্ঘটনা আটকানো। গাড়ি চালানোর সময় প্রত্যেক চালককে হেলমেট পড়া উচিত। না পড়লেই জরিমানা।
২০. রূপশ্রী প্রকল্প (২০১৮)
মেয়েদের বিয়ের জন্য এককালীন টাকা প্রদান। অনেক দুস্থ পরিবার রয়েছে যারা মেয়ের বিয়ে দিতে গিয়ে পিছুপা হন আর্থিক সমস্যার জন্য। তাদের সাহায্য করতেই এই প্রকল্প। যাদের বার্ষিক আয় ১.৫০ লক্ষের নীচে, তাদের মেয়ের বিয়ের সময় ২৫,০০০ টাকা দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন?
https://wbrupashree.gov.in/admin/searchapplicant_public/Search_by_applicant_id/
২১. মানবিক পেনশন (২০১৮)
প্রতিবন্ধী ব্যক্তিদের মাসিক ১ হাজার টাকা প্রদান। এই প্রকল্পের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতি মাসে ১০০০ টাকা করে দেওয়া হয়।
কীভাবে আবেদন করবেন ?
এই প্রকল্পের ফর্ম তুলে বিডিও অফিসে বা মহকুমা অফিসে জমা দিতে হবে।
২২. কৃষক বন্ধু (২০১৯)
কৃষকদের আর্থিক অনুদান ও ২ লক্ষ টাকার জীবন বীমা।
কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা
- যাদের জমির পরিমান 1 একর বা তার বেশি তাদের বছরে ১০ হাজার টাকা দেওয়া হবে।
- আর যাদের জমির পরিমান 1 একর এর কম তাদের ৪ হাজার টাকা দেওয়া হবে।
- যদি কোনো কৃষক মারা যান তাহলে তার পরিবার পাবে ২ লক্ষ টাকা।
কীভাবে আবেদন করবেন?
https://krishakbandhu.net/
২৩. জাগো প্রকল্প (২০১৯)
স্বনির্ভর গোষ্ঠীকে বার্ষিক ৫ হাজার টাকা প্রদান।
জাগো প্রকল্পের সুবিধা
এই প্রকল্পের প্রত্যেক সদস্যা ৫ হাজার টাকা পাবেন এবং ব্যাঙ্ক ক্রেডিট পাওয়ার সুবিধা পাবেন।
কীভাবে আবেদন করবেন?
http://www.shgsewb.gov.in/shgadmin/home
২৪. কর্মসাথী (২০২০)
বেকার যুবক যুবতীদের আর্থিক ঋণ প্রদান।
কর্মসাথী প্রকল্পের সুবিধা
এই প্রকল্পে বেকার যুবক যুবতীরা আত্মনির্ভর হতে ২ লাখ টাকা পর্যন্ত ঋণ নিতে পারবেন।
আবেদন করবেন কীভাবে ?
https://karmasathi.wb.gov.in/
২৫. পথশ্রী (২০২০)
পুরানো সড়ক মেরামত। গোটা রাজ্যে মোট ১২ হাজার কিলোমিটার রাস্তা এই প্রকল্পের মাধ্যমে মেরামত হবে।
২৬. দুয়ারে সরকার (২০২০)
রাজ্য সরকারের সব প্রকল্প মানুষ যাতে জানতে পারে, উপভোগ করতে পারে তার জন্য এই দুয়ারে সরকারের ব্যবস্থা করা। এই প্রকল্পের মাধ্যমে রাজ্য সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে তার যোগ্য উপভোক্তারা আবেদন করতে পারবেন।
২৭. স্নেহালয় (২০২০)
আর্থিক ভাবে পিছিয়ে পড়া মানুষদের ঘর তৈরীর জন্য ১ লক্ষ ২০ হাজার টাকা প্রদান করবে রাজ্য সরকার।
আবেদন পদ্ধতি
https://www.wbhousing.gov.in/
২৮. বন্ধু প্রকল্প (২০২০)
৬০ বছরের বেশি বয়সের তফসিলি জাতির মানুষদের ১০০০ টাকা বার্ধক্য ভাতা প্রদান।
২৯. বাংলাশ্রী প্রকল্প (২০২০)
ক্ষুদ্র ও মাঝারি শিল্পীদের আর্থিক সহায়তার জন্য এই প্রকল্প।
https://wbmsme.gov.in/banglashreereg
৩০. চা সুন্দরী প্রকল্প (২০২০)
উত্তরবঙ্গের চা বাগানের গৃহহীন শ্রমিকদের জন্য ৩,০০০-এরও বেশি বাড়ি তৈরি করছে।
৩১. হাসির আলো (২০২০)
গরিব ও নিম্ন মধ্যবিত্তদের জন্য ৭৫ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে দেবে রাজ্য সরকার।
৩২. স্টুডেন্ট ক্রেডিট কার্ড (২০২১)
পড়াশোনার জন্য ১০ লক্ষ টাকা ঋণ প্রদান। মাত্র ৪% হারে বিনামূল্যে ঋণ প্রদান। এই ঋণ পরিশোধ করার জন্য ১৫ বছর অবধি সময় পাবেন।
আবেদন পদ্ধতি
https://wbscc.wb.gov.in/
৩৩. লক্ষীর ভান্ডার (২০২১)
মহিলাদের স্বনির্ভর করে তুলতে মাসিক ৫০০ ও ১০০০ টাকা প্রদান।
আবেদন পদ্ধতি
https://socialsecurity.wb.gov.in/login
৩৪. মা প্রকল্প (২০২১)
৫ টাকায় ভাত, ডাল ডিম ও সবজির তরকারি দেওয়া হয় এই প্রকল্পে। দুপুর ১টা থেকে ৩টে পর্যন্ত দেওয়া হয় খাবার।
৩৫. গীতাঞ্জলি প্রকল্প
যাদের জমি রয়েছে কিন্তু আর্থিক সমস্যার জন্য বাড়ি তৈরি করতে পারছেন না, তাদের সাহায্য করবে রাজ্য সরকার। সমতল এলাকায় বাড়ি তৈরীর জন্য ৭০ হাজার টাকা এবং সুন্দরবন ও দুর্গম এলাকায় বাড়ি তৈরীর জন্য ৭৫ হাজার টাকা।
আবেদন পদ্ধতি
https://www.wbhousing.gov.in/pages/display/399-gitanjali-housing-scheme
৩৬. নীজ গৃহ, নীজ ভূমি
এই প্রকল্পের মাধ্যমে জমিহীন ও গৃহহীন কৃষক, মৎস্যজীবী, শ্রমজীবী, কুটিরশিল্পীতে যুক্ত মানুষদের বিনামূল্যে জমি ও বাড়ি তৈরি করে দেবে রাজ্য সরকার।
আবেদন পদ্ধতি
এই প্রকল্পে আবেদনের জন্য স্থানীয় বিএলআরও (BLRO) অফিসে যোগাযোগ করতে হবে।
https://wb.gov.in/government-schemes-details-nijogriha.aspx
৩৭. সবলা প্রকল্প
11-18 বছর বয়সী কিশোরী মেয়েদের স্বাস্থ্য ও পরিষ্কার পরিচ্ছন্নতা ,কৈশর জনিত প্রজনন ও যৌনস্বাস্থ্য, পরিবার এবং শিশু সুরক্ষার ব্যাপারে শিক্ষা দেওয়া। এছাড়াও বিনামূল্যে অঙ্গনওয়ারি কেন্দ্রের মাধ্যমে পুষ্টিকর খাদ্য পাবে। কলকাতা, কোচবিহার, নদিয়া, জলপাইগুড়ি,পুরুলিয়া, মালদা এবং আলিপুরদুয়ার এই সাতটি জেলায় রয়েছে এই প্রকল্প।
শেষকথা
অসংখ্য ধন্যবাদ BongHood.Com এর মাধ্যমে পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন প্রকল্পের তালিকা টি শেষ পর্যন্ত দেখার জন্য। আরও নিত্য নতুন ও জানা অজানা তথ্য ও সরকারি যোজনা মূলক পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট টি ভিজিট করবেন এবং আমাদের সাথে থাকবেন। আমরা আমাদের সাইটে পোস্ট গুলি নিয়মিত আপডেট করি।